রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন




বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থেকে একটি বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি ) সকালে ভূল্লী বাজার থেকে ওই প্যাঁচা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আতিক।

জানা যায়, সকালের দিকে ভূল্লী জামে মসজিদের পাশে নদীর ধারে প্যাঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটি ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে প্যাঁচা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আতিক বলেন, সকালের দিকে ভূল্লী জামে মসজিদের পাশে নদীর ধারে প্যাঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা প্যাঁচাটিকে ধরে রাখে। বিষয়টি স্থানীয়রা থানায় খবর দিলে পাখিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পাখিটি অসুস্থ ও উড়তে পাড়ছে না, তার শরীর দুর্বল। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বিষয়টি বন বিভাগকে অবগতি করা হয়েছে। তারা আসলেই তাদের হাতে হস্তান্তর করা হবে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD