বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

বিয়ে বাড়ির টাকাপয়সা নিয়ে নিলয়-মাহির আড়ি!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪ ১১:৩০ am

ছোটপর্দার দুই তারকা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ঈদের নাটক ‘তোমার সাথে আড়ি’র শুটিং করছেন তারা। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

মাহবুব আলমের প্রযোজনায় নাটকটি নির্মাণ হয়েছে সিডি ভিশনের ব্যানারে। জিয়াউদ্দিন আলম জানান, বিয়ে বাড়ির ঘটনাকে কেন্দ্র করে এ নাটকের গল্প শুরু। সেখানে দেখা যাবে, বরপক্ষের রাফি ও কনেপক্ষের কনার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা পয়সা নিয়ে নানা রকম মজার কাণ্ড ঘটতে থাকে। সম্পর্কে তারা দুজনেই বেয়াই ও বেয়াইন। কিন্তু একটা সময় তাদের দুজের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গল্প নতুন মোড় নেয়।

তিনি আরো বলেন, প্রথমবার মাহিকে নিয়ে কাজ করেছি। দর্শক ঈদে যে ধরনের কাজ পছন্দ করেন এটি তেমনই।

নাটকে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রকি খান, বাপ্পি আশরাফ, সেলজুক তারিক, সেজুতি খন্দকারসহ ২৫ জন ছেলে ও মেয়ে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD