বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ: কারাগারে বিটিআরসি কর্মকর্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১০:০১ am

বিয়ের কথা বলে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক সঞ্জীব কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীর মামলার পর শুক্রবার রাতে সঞ্জীবকে গ্রেফতার করা হয়।

শনিবার পুলিশ সঞ্জীবকে রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত একদিনের জন্য জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ময়মনসিংহের বাসিন্দা সঞ্জীব ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন। তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে কর্মরত ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সঞ্জীব। ২০১৪ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। সম্পর্ক ছিন্ন করতে চাইলে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার নির্যাতন করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ১৫ অগাস্ট সঞ্জীব ওই নারীকে ধানমন্ডির বাসায় ডেকে নিয়ে ‘হত্যার উদ্দেশ্যে’ কাচের বোতল দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে গত শুক্রবার থানায় গিয়ে মামলা করেন ওই নারী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD