বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

বিজয়ের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:১৩ am

এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে আছেন তিনি। সেই এনামুল হক বিজয়ের দিকে এবার ধেয়ে গেছে অভিযোগের তির। সে অভিযোগও বেশ গুরুতর, স্পট ফিক্সিংয়ের অভিযোগ। সে কারণে এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। তবে এনামুলকে দেশ ত্যাগ করতে না দিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ‘জনাব এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

দুর্নীতি দমন বিভাগ নেমেছে তদন্তে। সে তদন্ত চলাকালে আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞার অনুরোধ করেছে বিসিবি। তবে তার ওপর আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই।

তবে বিজয় অবশ্য একা নন। তার সতীর্থ একাধিক ক্রিকেটারের ওপর অভিযোগ আনা হয়েছে। রাজশাহী ছাড়া আরও তিন ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপর রাখা হয়েছে কড়া নজরদারি।

চলতি মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে ছিলেন এনামুল। তবে দলের পারফর্ম্যান্সের নিম্নমুখী গ্রাফের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাসকিন আহমেদের অধীনে খেলছে রাজশাহী। এখন আছে প্লে অফে খেলার পথেও।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD