শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

বিএফইউজের নির্বাচন ১৯ অক্টোবর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ১:৩১ pm

আগামী ১৯ অক্টোবর বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকাসহ ১৪টি অধিভুক্ত ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ হবে।

গত রোববার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৭ মে) বিএফইউজের মহাসচিব দীপ আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। সভা পরিচালনা করে মহাসচিব দীপ আজাদ। সভায় দশম ওয়েজবোর্ড নিয়ে আলোচনা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়, শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠিত হবে। এতে রোয়েদাদে সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন অন্তর্ভুক্ত করার দাবি সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ওয়েজবোর্ড রোয়েদাদ কোন কোন সংবাদ প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে তার তথ্য লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD