সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে হরিরামপুরে শান্তি সমাবেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ২:১১ pm

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:বিএনপি জামায়াতের অবৈধ হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১০ নভেম্বর ) বিকেলে নটাখোলা উচ্চবিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন। উদ্বোধকের বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

আজিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান ইমাম বাবু মিয়া, দিলিপ কুমার রায়, যুগ্ম-সম্পাদক, আনোয়ার হোসেন, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান রমজান আলী, সাবেক পৌর মেয়র মীর মো. শাহাজাহান, যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও জাহিদুল ইসলাম ভূইয়া।

এসময় কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য জিয়াউল হক জিয়া, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেন, পৌর কাউন্সিলর শামসুল ইসলাম, কামাল হোসেন, সাবেক কাউন্সিলর মীর কায়সার আহমেদ ও পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD