বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০০ অপরাহ্ন




বিএনপির ১২ নেতাকে আজীবন বহিষ্কার

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটের মাঠে থাকা বিএনপির ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার (২৩ মে) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

আজীবন বহিষ্কার হওয়া নেতারা হলেন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার বকুল, দপ্তর সম্পাদক ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জাহেদা আক্তার। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। তবে এই ১২ প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৮ নেতা ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বিএনপির জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. ইউসুফ বদরী ১২ জনের বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, জামায়াত নেতা সরওয়ার কামাল মেয়র প্রার্থী ও আমিনুল ইসলাম হাসান ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী বলেন, দলীয়ভাবে ভোটে অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি। সরওয়ার কামাল জামায়াতের সহযোগী সদস্য, আমিনুল ইসলাম হাসান রুকন, তারা ব্যক্তি উদ্যোগে প্রার্থী হয়েছেন। এটা তাদের নিজস্ব ব্যাপার।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD