বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন




বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ: ৫২ জনের নামে মামলা

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি জানান, মঙ্গলবার (২৩ মে) বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ থেকে ১৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছিল দলটির নেতারা। এই ঘটনায় কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD