বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন

বিএনপিকে সৌদি বাদশাহর খেজুর উপহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:০৪ am

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পাঠানো খেজুর সৌদি দূতাবাস থেকে পৌঁছে দেওয়া হয়।

সেখানে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান. দলের সিনিয়র নেতৃবৃন্দের ১৪৫ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে। ঢাকাস্থ সৌদি দুতাবাসের কর্মকর্তারা গুলশান অফিসে এ খেজুর পৌঁছে দিয়ে গেছেন।

পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি বাদশাহ খেজুর উপহার দিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD