সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৯:২৭ am

সম্প্রতি বাহরাইনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ।

সোমবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য জানায় বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।

গত ২৭ অক্টোবর প্রবাসী কল্যাণমন্ত্রী দূতাবাসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস ও দূতাবাসের কর্মকর্তারা।

দূতাবাস পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলাম ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।

মন্ত্রীসহ অতিথিরা সর্বপ্রথম দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। পরে তারা দূতাবাসের সার্ভিস কাউন্টার, পাসপোর্ট রুম, ডিপ্লোমেটিক উইং, শ্রম উইং ও হল রুমসহ রাষ্ট্রদূতের অফিস কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী ভিজিটর বুকে সই করেন এবং দূতাবাসের আধুনিক সেবা পদ্ধতিসহ অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো প্রবাস-বান্ধব অফিস দেখে তার মুগ্ধতা প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি সদ্য সাবেক রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য বাহরাইনে যান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD