দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সাত যাত্রীকে হত্যা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বরখান জেলায় এই হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানের কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ভাগ চায়।
প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল বেশ কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে।
এরপর সাত যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে বলে রয়টার্সকে জানিয়েছেন জেলা প্রশাসক ওয়াকার খুরশিদ আলম। তিনি একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। নিহত সাতজনই মধ্য পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে আলম জানান।
এলাকার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সাদাত হুসেন বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাবের সাথে প্রাদেশিক সীমান্তের কাছে বেলুচিস্তানের মধ্য দিয়ে একটি মহাসড়কে যাচ্ছিল এমন একটি বাসের টায়ার ফাটিয়ে দেয় হামলাকারীরা।
বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের পরিচয়পত্র দেখতে দাবি করে, যার পরে বাস থেকে পাঞ্জাবিদের নামিয়ে দেওয়া হয়।’
সাদাত আরো হুসেন বলেন, ‘পাঞ্জাব প্রদেশের যাত্রীদের… সন্ত্রাসীরা তুলে নিয়ে হত্যা করে। লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এলাকার সহকারী কমিশনার খাদিম হুসেন বলেন, পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজা খানের সঙ্গে বারখানকে সংযুক্ত একটি মহাসড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্যও স্পষ্ট নয়। কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছে কিন্তু আক্রমণকারীরা পালিয়ে গেছে।
গত শুক্রবার কয়লা খনিতে কাজ করা একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হন। গত আগস্টে, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র ব্যক্তিরা পাকিস্তানে একের পর এক হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করে।
পুলিশ স্টেশন, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যার মধ্যে একটি হামলায় সশস্ত্র ব্যক্তিরা পরিচয়পত্র পরীক্ষা করে গুলি করে ২৩ জনকে হত্যা করে। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সেই অভিযানের দায়িত্ব নেয়, যাকে তারা ‘হারুফ’ বা ‘অন্ধকার ঝড়’ বলে অভিহিত করে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বিএলএ সবচেয়ে বড়। বিদ্রোহী গোষ্ঠীগুলো বেলুচিস্তানে চীনা নাগরিক এবং স্বার্থকেও লক্ষ্যবস্তু করেছে।
এদিকে পাকিস্তানে খাদ্যসামগ্রী বহনকারী কয়েক ডজন ট্রাকের একটি বহরে বন্দুকধারীদের চালানো হামলায় পাঁচ সেনা সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী পথচারীসহ ১৫ জন। হামলার পর সন্ত্রাসীরা ট্রাকগুলো থেকে পণ্যও লুট করেছে। পণ্যবাহী ট্রাকের বহরটি সশস্ত্র পাহারায় আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলার পারাচিনার শহরে যাচ্ছিল। কয়েক দশক ধরে অঞ্চলটি সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে সহিংসতায় বিপর্যস্ত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
২০ জনেরও বেশি বন্দুকধারী পাকিস্তানের একটি অঞ্চলে খাদ্য সরঞ্জাম বহনকারী কয়েক ডজন ট্রাকের একটি কনভয়কে আক্রমণ করেছে এবং ছয় জনকে হত্যার পাশাপাশি ট্রাকগুলো লুট করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন।
সূত্র: রয়টার্স