সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

বাসায় ফিরেছেন রাজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১১:৪৬ am

গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। পড়েছে মাথায় একাধিক সেলাই। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। নতুন খবর হলো, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাজ। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, রাজ তার বাসায় অবস্থান করছেন। বর্তমানে কিছুটা সুস্থ আছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) রাতে দুর্ঘটনার স্বীকার হয়েছিলেন এ নায়ক।

এদিকে রাজের আহত হওয়ার খবর প্রকাশের পর পরীমণিও একটি ছবি দিয়ে জানান, তিনি হাসপাতালে। নিজের ফেসবুকে পরীমণি একটি ছবি প্রকাশ করেন।

সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমণি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

তার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD