বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

বাসচাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২:০২ pm

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অভি (২০)। ইনজামাম উল আলম রাফি কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে। মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানান, বিকাল পৌনে ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেলে হারবাং যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে। এ সময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। এছাড়া মেহেবারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD