বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৩৫ অপরাহ্ন




বাবাকে হত্যার দায়ে এক মেয়ের ফাঁসি, স্ত্রী ও আরেক মেয়ের যাবজ্জীবন

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে বাবা হাফেজ আবুল বাসারকে (৬৫) হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ড এবং স্ত্রী শাহিদা পারভীন (৬২) ও আরেক মেয়ে হাফিজা বেগমকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত নিলুফা, মা শাহিদা ও মেয়ে হাফিজাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে শাহিদা ও হাফেজাকে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

মৃত আবুল বাসার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত শামসুদ্দীন ফকিরের ছেলে।

রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতের পিপি নওয়াব আলী মৃধা জানান, গত ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদপুরের আলীপুর মহল্লার প্রশানিক পাড়ায় হাফেজ আবুল বাসারকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর নিহত আবুল বাসারের ভাই মো. লোকমান ফকির বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD