সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

বাণিজ্যে বৈচিত্র্য আনতে মিশনগুলোর সঙ্গে বসেছে পররাষ্ট্র মন্ত্রণাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৮:০৬ am

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ মিশনের সঙ্গে বিনিয়োগ আলোচনা’ শীর্ষক অধিবেশন শুরু করেছে। দেশের বাণিজ্যকে বৈচিত্র্যময় করা এবং বিনিয়োগ কৌশলগুলোকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার্চুয়াল অনুষ্ঠানে টেকসই অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং বাজার বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং প্রযুক্তি ও সংযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এ অধিবেশনে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুর রহিম খান।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানরা তাদের মিশনের প্রচেষ্টা সম্পর্কে সর্বশেষ অবস্থা তুলে ধরেছেন। তারা সংশ্লিষ্ট দেশগুলোতে এ সংক্রান্ত চ্যালেঞ্জ, সুযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি নিয়ে কার্যকর রোডম্যাপ তুলে ধরেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD