শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল আয়ারল্যান্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ৫:১৫ am

সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে সিরিজটি। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।

আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। এই ম্যাচ তিনটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।

এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। আর বাকি দুই টি-টোয়েন্টি ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

আয়ারল্যান্ড নারী স্কোয়াড- গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD