বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে দুঃসংবাদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৮:৪৫ am

ছয় জাতির টুর্নামেন্ট এশিয়া কাপের ১৬তম আসরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে লঙ্কান ও টাইগারদের ২২ গজের দ্বৈরথে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। সমর্থকদের মাঝেও বেড়েছে উত্তেজনা। তবে এরই মধ্যে দুঃসংবাদ দুই দলের সমর্থকদের শিবিরে।

এই দুই এশিয়ানের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিবিঘ্নিত হলেও ম্যাচ চালিয়ে নেওয়া হবে।

ম্যাচের শুরু কিংবা ম্যাচ শুরুর আগে এই বৃষ্টি হানা দিতে পারে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ম্যাচ শুরুর সময় থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় ক্যান্ডির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

সাধারণত বৃষ্টির কারণে এই সময়ে শ্রীলঙ্কায় খেলা হয় না। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কের কারণে শ্রীলঙ্কাতেই টুর্নামেন্টের চারটি ম্যাচ বাদে সবকটি ম্যাচ আয়োজিত হবে। তবে বৃষ্টিতে কিছু ম্যাচ কিংবা পুরো টুর্নামেন্ট আয়োজনে বিঘ্ন হতে পারে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD