বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে মোদির ভাষণ চায় তৃণমূল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ১:০৮ pm

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতা ডেরেক ও’ব্রায়েন দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পয়েন্ট অব অর্ডার উত্থাপনের অনুমতি চেয়ে এই আহ্বান জানান।

সংসদের রুল-২৫১ উদ্ধৃত করে ডেরেক ও’ব্রায়েন বলেন, তিনি চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বক্তব্য দেবেন। পরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, এটি পয়েন্ট অব অর্ডার নয়। এরপর ও’ব্রায়েনকে আর কথা বলা চালিয়ে যাওয়ার অনুমতি দেননি তিনি।

ডেরেক ও’ব্রায়েনকে কথা বলার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা রাজ্যসভায় স্লোগান দিতে শুরু করেন। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যসভায় তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ বলেন, সংসদে এই বিষয়ে প্রধানমন্ত্রীর একটি বিবৃতি দেওয়া উচিত।

তিনি বলেন, ‘‘সংসদ অধিবেশন চলছে। বাংলাদেশের পরিস্থিতির ওপর এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদে আসতে হবে এবং বাংলাদেশ সম্পর্কে পূর্ণাঙ্গ বিবৃতি দিতে হবে।’’

সাগরিকা ঘোষ বলেন, ‘‘আমাদের পার্টির সংসদীয় নেতা ডেরেক ও’ব্রায়েন আজ এই বিষয়টি উত্থাপন করেছেন যে, আমরা বাংলাদেশের জনগণ, বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সংসদে আসা এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভারত সরকার কী করতে চায় সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ বিবৃতি ও সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া উচিত।’’

গত আগস্টের শুরুতে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত।

সূত্র: পিটিআই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD