সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অধিনায়ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৩৩ pm

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারতীয় নারী ক্রিকেট দল। তার আগে আজ শনিবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে নিজেদের ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, থাকতে চান ইতিবাচকও।

দুই দলের সবশেষ সিরিজটা হারমানপ্রীতের জন্য ছিল তিক্ততার। হারের মুখ দেখেছিলেন আবার মেজাজ হারিয়ে নিষিদ্ধও হয়েছিলেন। তবে এবার সিরিজের আগে ওসব মাথায় নেই তার, ‘এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব।

নিজেদের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।’

বাংলাদেশের প্রশংসা করে হারমানপ্রীত বলেন, ‘আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।’

‘আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দল ভারসাম্যপূর্ণ। দলে মানসম্পন্ন স্পিনার আছে। ফিল্ডিংয়ের দিক থেকেও আমরা অনেক উন্নতি করেছি। গত কয়েকদিন দেখেছি মেয়েরা ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিচ্ছে। ফিল্ডিংয়ের দিক থেকে আমি বেশ আত্মবিশ্বাসী। দলের সবাই মেধাবী। আমরা মাঠে সেরাটাই দিব।’-যোগ করেন ভারতীয় অধিনায়ক।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD