নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু হওয়ায় এ বিষয়ে কথা বলতে রাজি নয় চীন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করুক, তার পক্ষে নয় চীন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু। এ বিষয়ে চীন কথা বলতে চায় না। চীন অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। চীন আশা করছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরের কেউ হস্তক্ষেপ করবে না। কারণ, এটি চীন পছন্দ করে না। নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষরাই নেবে। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন দেখতে চায় চীন।