বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের ওপর পশ্চিমা যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া: রাষ্ট্রদূত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৫ am

বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। নিষেধাজ্ঞা দিলেও তাতে বাংলাদেশের কিছু হবে না। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

তিনি আরও বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলেন না, অথচ ইউক্রেনে কিছু হলে পত্রিকায় আর্টিকেল প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এ আচরণ, দ্বিচারিতা ছাড়া আর কিছুই না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও বঙ্গবন্ধু স্যাটালাইট-২ নিয়ে রাশিয়া বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD