রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:




বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলার আবেদন

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লালীন মন্তব্যের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদারের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে বুধবার সকালে এই আদেন করেন। মামলায় নামধারী দু’জনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে ২০২২ সালের ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ইশতিয়াক আহমেদ রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার। তাদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ওই ভিডিও ক্লিপ প্রচার করেন। ওই ভিডিও দেখে বাদী এবং স্বাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD