শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

বনবিভাগে পদায়ন করায় আত্মগোপনে ছিলেন নারী বিসিএস ক্যাডার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ৪:৪৮ am

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ বিসিএস (বন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাহমুদা আক্তার হ্যাপীকে চার দিন পর কক্সবাজার শহরের একটি রিসোর্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের কলাতলী এলাকার এআর রিসোর্ট থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার মাহমুদা আক্তার হ্যাপী টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপীকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের এআর রিসোর্ট থেকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত তাকে বনবিভাগে পদায়ন করায় নিজেই আত্মগোপনে ছিলেন। তবে তাকে অপহরণ করা হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD