রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

বঙ্গোপসাগরে র‍্যাবের অভিযান, ৩০ দস্যু আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:০১ am

দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩০ দস্যুকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে পরদিন সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রলার এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালায় র‍্যাব। এতে ৩০ দস্যুকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD