সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর দেওয়া আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলি : ডিএমপি কমিশনার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১১:৫০ am

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, যে আদর্শ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, স্বাধীনতার সে আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলি। পুলিশের জন্য আগস্ট মাস শোকের পাশাপাশি শঙ্কারও। একাত্তরের পরাজিত শক্তি আবার কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে। সেজন্য আমরা সতর্ক থাকি।

আজ (রোববার) রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কেউ হুমকি-ধমকি দিলে ভয় পেয়ে যাব, সেই পুলিশ এখন আর এই পুলিশ না। বাংলাদেশের সংবিধান ও আইন মোতাবেক যেকোনো অরাজকতা ঠেকানোর মতো সক্ষমতা আমাদের আছে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা একাত্তর সালে রেখেছি এবং ২০১২ থেকে ২০১৬ সালে রেখেছি, এখনও রেখে চলেছি, ভবিষ্যতেও রেখে যাবো।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD