রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন




বঙ্গবন্ধুর জন্মদিনে সিঙ্গাইরে র‌্যালি, আলোচনাসভা

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এদিন কেক কাটাসহ ছিন্নমূল শিশু-কিশোরদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। শুক্রবার (১৭ মার্চ) বিকালে বায়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় থেকে বের হয়ে বায়রা বাজার রোড প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে আলোচনাসভা ও ছিন্নমূল শিশু-কিশোরদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

বায়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম শাহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন।

এ সময় বায়রা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজ খান, যুবলীগ সভাপতি মহিদুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন মোল্লা, মোঃ আনিস, সাংগঠনিক সম্পাদক হামিদুল রহমান ও সায়েদুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD