সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতা নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৪:৩৯ am

চট্টগ্রামের লালখানবাজার মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারে পাথরবাহী মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগের নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই ফ্লাইওভারে মুরাদপুরমুখী জিইসি মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগাহাট শাহেদ পাড়ার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার গোয়াখালী ১নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)।

জানা গেছে, নাহিদা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন জানান, ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী।

উপপরিদর্শক নুরুল আশেক জানান, সোমবার রাতে জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD