রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:




ফেসবুকে প্রেম, বাড়িতে প্রেমিকাকে দেখে পালালেন প্রেমিক

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ের দাবিতে ছয়দিন ধরে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৯)।

সোমবার (৫ আগস্ট) সকালে চন্ডিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমান সেজু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি। বাড়িতে প্রেমিকা আসার পর থেকে প্রেমিক পলাতক।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের শাহেদ আলীর ছেলে আলিউর রহমান। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তরুণী একই উপজেলার বাসিন্দা।

তরুণী জানান, আলিউরের সঙ্গে প্রায় চার মাস আগে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে আলিউর ময়মনসিংহ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেন আলীউর। এ জন্য বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি।

ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমান সেজু বলেন, গত ছয়দিন ধরে বিয়ের দাবিতে আলিউরের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী। গত ১ সেপ্টেম্বর আলিউরের বাড়িতে এ বিষয়ে সালিশও হয়েছিল। এ সময় মেয়েকে ৫০ শতাংশ জমি লিখে দিয়ে বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। তবে ছেলে নিখোঁজ। এ কারণে বিষয়টির সমাধান হচ্ছে না।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় সালিশে তরুণীকে জমি লিখে দিয়ে বিয়ে করার সিদ্ধান্ত হয়েছিল। তবে ছেলের বাবা রাজি না, ছেলেও পলাতক। আজ সোমবার মধ্যে যদি ওই তরুণীকে আলীউর বিয়ে না করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনাটি শুনেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ দায়ের করলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD