শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

ফেনীতে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ১:২৭ pm

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী মাহদিয়াত রহমান ইলার (১৮) মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ তরুণী। ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ফলপ্রার্থী ছিলেন।

মেয়ের মৃত্যুতে শোক বইছে তার পরিবারের মধ্যে। কেউ যেন মানতেই পারছেন না, অল্প বয়সে মারা যাবে ইলা। ইলার বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষে ঢাকার মেডিকেল ভর্তি কোচিংয়ে ক্লাস করছিল। ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে পর দিন তাকে ফেনীতে নিয়ে আসি। টেস্ট করানোর পর ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। শুক্রবার (১০ নভেম্বর) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।’

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD