রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

ফরিদপুর থেকে ট্রায়াল ট্রেন এলো কমলাপুরে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩৯ pm

কমলাপুর থেকে সরাসরি ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ১০ অক্টোবর।

তার আগে বৃহস্পতিবার রেলমন্ত্রীকে নিয়ে একটি বিশেষ ট্রায়াল ট্রেন কমলাপুর থেকে ছেড়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত যাবে। যে ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৯টায় কমলাপুর থেকে ছেড়ে বিভিন্ন স্টেশন-ব্রিজ দেখতে দেখতে পদ্মা সেতুর ওপর দিয়ে ১১টা নাগাদ ভাঙ্গায় পৌঁছাবে।

ট্রেনটিতে রেলমন্ত্রী ছাড়াও পানিসম্পদ প্রতিমন্ত্রী, চিফ হুইপসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, রেলের উর্দ্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকরা থাকবেন। ট্রেনটি আবার ১ ঘণ্টা বিরতি দিয়ে ১২টা নাগাদ ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে ২টা নাগাদ কমলাপুরে এসে পৌছাবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রেলসূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার এর অংশ হিসেবে পদ্মা সেতু অফিসিয়াল ট্রায়াল রানের জন্য সম্পূর্ণ নতুন একটি ট্রেন আজ দুপুর ১২টা নাগাদ ফরিদপুর থেকে ছেড়ে কমলাপুরে এসে পৌছায়।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নতুন এই স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। যে কারণে পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন।

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন লাইন সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার সকাল ৯ টায় আমরা কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত ট্রায়াল ট্রেন চালাবো। আমরা এ রেলপথটি পর্যবেক্ষণ করতে করতে ভাঙা পর্যন্ত যাব। সঙ্গে আরো বেশকয়েকজন মন্ত্রী, এমপি এবং সাংবাদিকরা থাকবেন।

প্রধানমন্ত্রী আগামী ১০ অক্টোবর (টেনটেটিভ) সময় দিয়েছেন। ওই দিন এ ৮২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল করবে। তবে যাত্রীবাহী ট্রেন আরো কযেকদিন পরে যাতয়াত করবে। আর আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে সরাসরি যশোর পর্যন্ত ট্রেন চলবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD