শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

ফরিদপুরে আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২৪ am

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২৩), একই উপজেলার গঙ্গাবর্দী এলাকার মো. রাকিবুলের স্ত্রী সানজিদা বেগম (২৮), বোয়ালমারী উপজেলার বনগ্রাম এলাকার আবু বক্কারের স্ত্রী জয়নব বেগম (৫৫), সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকার মো. হযরতের স্ত্রী লাবনী বেগম (২৫) ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মৃত শুভ বিশ্বাসের ছেলে মধুসূদন বিশ্বাস (৭৫)।

ফরিদপুরের সিভিল সার্জন বলেন, ফরিদপুরে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার পাঁচজন। এর মধ্যে ১০ হাজার ১৪২ জন সুস্থ হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬২ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮১০ জন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD