শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৩ am

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কামাল হোসাইন এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২২ ও ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ চারজন বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আদালতে পৃথক চারটি মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD