বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন




প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

সিশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ লড়ছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে লীড নিয়েছে স্বাগতিকরা। তারিক কাজীর গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ম্যাচের ৪৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভুইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।

তারিক কাজী ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার। এক বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই ডিফেন্ডার। তপু বর্মণ ডিফেন্ডার হয়ে বেশ কয়েকটি গোল করেছেন। তারিক কাজী গোলের যাত্রা শুরু করলেন আজ।

শুরু থেকেই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে সিশেলস। এরপরও ম্যাচে তারা প্রতিদ্বন্দিতা করেছে। ৪৩ মিনিটের গোল ছাড়া বাংলাদেশ গোলের মতো আরো দুইটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।

সিলেট জেলা স্টেডিয়ামে দুই দলের প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এ সময় বাফুফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD