সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৩ am

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে ডিউটিকালে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৫৮) টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি জেলা পুলিশের (টিএসআই) সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন। কিন্তু পিকআপ ভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাবার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক আটক করা হয়েছে।

গাজীপুর জেলার পল্লীবিদ্যুৎ ট্রাফিক অফিসের (টি আই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD