বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

পারস্পরিক সমঝোতায় বাতিল নেইমার-আল হিলাল চুক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫ ৬:০০ am

আল-হিলাল ছেড়ে সান্তোসে পাড়ি জমাচ্ছেন নেইমার–এই খবর মোটামুটি নিশ্চিত। তবে, দেখার বিষয় ছিল, আল-হিলাল কখন ছাড়ে তাকে। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে বেশি সময় নেয়নি সৌদি ক্লাবটি। নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইএসপিএনের তথ্যমতে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই বাতিল করা হয়েছে এই চুক্তি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) আল-হিলাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে দূর করে সব অনিশ্চয়তা। নেইমারকে ধন্যবাদ দিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, আল-হিলালের জন্য নেইমার যা করেছেন, তার জন্য ধন্যবাদ। খেলোয়াড় হিসেবে তার সাফল্য কামনা করছি। ক্লাব ও নেইমারের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তিটি বাতিল করা হয়েছে।

মোটা অঙ্কের বেতন ছাড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন নেইমার, তবে কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ দেখায়নি। নেইমার তাই শৈশবের ক্লাব এবং নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরছেন। সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন নেইমার। জানা গেছে, ব্রাজিলে ফিরলেও মোটা অঙ্কের বেতন ছাড় দিতে হচ্ছে তাকে।

২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল-হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ক্লাবটির জার্সিতে খেলতে পারেন মোটে ৭ ম্যাচ। নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন তিনি। তাই, নেইমারের সান্তোসে ফেরাকে দেখা হচ্ছে ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD