ওয়ানডে বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে আজ (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে বল হাতে হতাশাজনক সময় কেটেছে বাবর আজমদের। মেন ইন ব্লুদের বিপক্ষে রানের পাহাড় গড়েছে কিউইরা।
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৪০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। যা বিশ্বকাপে দলটির সবচেয়ে বড় সংগ্রহ।
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ জিততেই হবে পাকিস্তানকে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক বাবর আজম। উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
কনওয়ে ও রবীন্দ্র যোগ করেন ৬৮ রান। হাসান আলির বলে ৩৫ করে কনওয়ে ফিরলে দলকে এগিয়ে নিতে থাকেন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮০ রান যোগ করেন তারা। দুজনের ব্যাটে দ্রুত ছুটতে থাকে ব্ল্যাকক্যাপসরা।
সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন উইলিয়ামসন। ইফতিখারকে উড়িয়ে মারতে গিয়ে ৯৫ রানে সাজঘরে ফেরেন এ ব্যাটার। অবশ্য এর আগেই চলতি আসরে তৃতীয় সেঞ্চুরির দেখা পান রাচিন রবীন্দ্র। ৮৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
শেষ পর্যন্ত ১০৮ রানে ফেরেন এ রবীন্দ্র। তার বিদায়ের পর বড় ইনিং খেলতে পারেননি ড্যারিল মিচেল ও মার্ক চাপম্যান। সাজঘরে ফেরার আগে তারা করেন যথাক্রমে ২৯ ও ৩৯ রান। শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের ক্যামিওতে কিউইদের বড় সংগ্রহ নিশ্চিত হয়।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম তিনটি এবং হাসান আলি, ইফতিখার আহমেদ ও হারিস রউফ একটি করে উইকেট নেন।