বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারের তোপে শেষ ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:৫৮ am

ভারত সফরের আগমুহূর্তে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির। এ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশ্য পরে যতক্ষণে ভিসা পেলেন, ততক্ষণে প্রথম টেস্টে আর খেলা হয়নি। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে বশিরের অভিষেক টেস্ট ম্যাচ। অভিষেকটা তেমন রাঙিয়েছেন বলা যায় না। দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন মোটে ৪টি। রান বিলিয়েছেন দেদারসে। অনেকটা স্বাভাবিকভাবেই পরের টেস্টে আর সুযোগ পাননি। এক টেস্ট বিরতির পর রাঁচিতে চলমান টেস্টে আবারও সুযোগ পেলেন। এবার আস্থার প্রতিদান দিলেন দারুণভাবে।

শোয়েব বশিরের তোপে রাঁচিতে রীতিমতো ধুঁকছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইংল্যান্ড থেমেছিল ৩৫৩ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। একের পর এক আঘাত হানেন শোয়েব বশির। শেষ পর্যন্ত এক ইনিংসে পাঁচ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন তরুণ এই স্পিনার। তার আগুনে বোলিংয়ের দিনে স্বাগতিকদের হয়ে ইনিংস টানলেন ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব। অষ্টম উইকেটে তাদের ৭৬ রানের লড়াকু জুটিতে ব্যবধান কমিয়েছে ভারত। রোহিতদের ইনিংস থেমেছে ৩০৭ রানে। সফরকারীরা এগিয়ে থাকলেন ৪৬ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেটের কীর্তি রেহান আহমেদের। ১৮ বছর বয়সে করাচিতে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি। এবার ২০ বছর বয়সে ফাইফার পেলেন শোয়েব বশির।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD