কার্যত সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা এখনো টিকে আছে সেই অসম্ভবকে সম্ভব করতে হলেও ইংল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল বাবর আজমদের জন্য। এমন ম্যাচে টস ভাগ্য সহায় হলো না ম্যান ইন গ্রিনদের জন্য।
টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করতে হবে বাবরদের। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ ম্যাচের চারটিতে জিতেছে পাকিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও ১০ হবে। তবে রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে।
যে কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হতো ২৮৭ রানে। কিন্তু শুরুতে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানকে এখন রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.১ ওভারের মধ্যে। যা কার্যত অসম্ভব।
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সর্বশেষ ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাবররা। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কিছুটা সম্ভাবনা থাকত পাকিস্তানের। কিন্তু শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রানে অলআউট করে ২৩.২ ওভারে লক্ষ্য টপকে যায় কিউইরা। লঙ্কানদের এমন ভরাডুবির পর পাকিস্তানের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় এখন প্রায় নিশ্চিত।