শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

পল্টনে এসির কম্প্রেসার বিস্ফোরণে মিস্ত্রি আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৯ am

রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকের ৮ম তলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে সমীর মিত্র (২৬) নামে এক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতের সহকর্মী প্রবীর বলেন, সকালে এসির কাজ করার সময় হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে সমীর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, সমীর মিত্র কল্যানপুর এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নবগ্রাম এলাকায়। তার বাবার নাম ননী মিত্র।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টন থেকে এসির কম্প্রেসার বিস্ফোরণে আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD