মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৭:৩০ am

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পঞ্চগড়ে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে উত্তাল পুরো শহর। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের চৌড়ঙ্গী মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় তাদের। এক পর্যায়ে একদল শিক্ষার্থী আওয়ামী লীগ অফিসের দিকে রওনা হওয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD