শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন না ব‍্যবসায়ীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪০ am

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আগামী নির্বাচনেও সেরকম স্থিতিশীলতা থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের (বিডা) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো কমনওয়েল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম (সিটিআইসি) উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালমান এফ রহমান বলেন, অতীতে জাতীয় সংসদের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও হবে সংবিধান মোতাবেক হবে।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD