চলমান বিশ্বকাপে আজ আসরের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় প্রোটিয়ারা। অন্যদিকে, টানা দুই হারের পর জয়ে ফিরতে মরিয়া কিউইরা।
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
আসরে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন ছাড়া প্রতিটি ম্যাচেই জিতেছে বাভুমার দল। ৬ ম্যাচ শেষে মাত্র এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে দুই হারে ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউ জিল্যান্ড।
পরিসংখ্যানের হিসেবে এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল মোট ৭১ বার মুখোমুখি হয়েছে। তাতে ৪১ ম্যাচে জয়ের মুখ দেখেছে দক্ষিণ আফ্রিকা। ২৫টি জয় নিউ জিল্যান্ডের। পাঁচ ম্যাচ থেকে কোনো ফল আসেনি।
বিশ্বকাপে মোট ৮ বার দেখা হয়েছে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। যেখানে ৬ জয় কিউইদের। ২ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিরপেক্ষ ভেন্যুতেও জয়ের পাল্লা হেলে আছে প্রোটিয়াদের দিকে। ২০টি ওয়ানডে ম্যাচের ১২টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ জিতেছে নিউ জিল্যান্ড।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও লিজাড উইলিয়ামস