শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তামিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১০:৩৭ am

বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। এরপর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। তবে তার মধ্যেই এবার জানা গেল ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচেও থাকছেন না তামিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল বলেন, সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেক দিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।

এদিকে আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, সেটি আবারও নিশ্চিত করলেন জালাল। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক।

আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD