শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ৯:১৬ am

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সোনারগাঁ থানায় এ মামলা হয়। গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD