নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারীসহ ৪ জন।
এ ঘটনায় দগ্ধ চারজনকে ভর্তি করা হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে নিপা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, হাসিনা মমতাজ, সায়মা ও সোহান নামে আরও তিনজন ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।