বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

নামাজের বৈঠকে যে ভুল করবেন না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১১:০৯ am

দু্ই রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক ফরজ। আর চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে বসা ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট নামাজ হলে এর দ্বিতীয় রাকাতের বৈঠকে শুধু তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়তে হয়। আর দুই রাকাত ও চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু), দরুদ শরিফ ও দোয়ায়ে মাসূরা পড়তে হয়।

প্রত্যেক বৈঠকের আগে দুই সিজদা দিতে হয়। বৈঠকের কাজগুলো আদায় করতে গিয়ে অনেকে কিছু ভুল করে থাকেন, যা নামাজ বিশুদ্ধভাবে আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই এসব থেকে বেঁচে থাকা জরুরি। এখানে এমন কিছু ভুল তুলে ধরা হলো-

>> অনেকে দুই সিজদার মাঝে সোজা হয়ে না বসেই আরেক সিজদা চলে যায়। অথচ এতে ইচ্ছাকৃতভাবে দুটি ওয়াজিব (সিজদা থেকে সোজা হয়ে বসা এবং বসার পর এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা) ছেড়ে দেওয়ায় নামাজ নষ্ট হয়ে যায়। এ কারণে নামাজ আবারও পড়া ওয়াজিব হয়ে যায়। তাই এমন না করা উচিত।

>> অনেকে দুই সিজদার মাঝে এবং তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়ার সময় ডান পা খাড়া করে রাখে না, বরং বাঁকা করে রাখে। অথচ এটা সুন্নতের ফেলাফ। এমনটা না করা উচিত।

>> দ্বিতীয় সিজদা থেকে উঠার সময় বা মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়ানোর সময় অনেকে কোনও কারণ ছাড়াই হাত দিয়ে জমিনে ভর করে দাঁড়ায়। অথচ এমন করা মাকরুহ। এমন করা থেকে বিরত থাকা উচিত। (কিতাবুস সুন্নাহ, ৫৩)

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD