বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

নানা খুঁজে পেতে অভিনেত্রী হিমির পোস্ট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৫ am

খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। সেই যে ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি এরপর বড় হয়ে মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না হিমির নানা রহমত উল্লাহ খানকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়ে গেছেন তিনি। খবরটি হিমি নিজেই নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে হিমি লিখেন, হারানো বিজ্ঞপ্তি। আমার নানাকে আজ (সোমবার) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে। মুন্সীগঞ্জ পুরাবাজার ঢালিকান্দি থেকে হারিয়েছেন তিনি। 

তিনি বলেন, আমার নানা ডিমেনশিয়ার রোগি। কোনো ঠিকানা মনে করতে পারেন না। ফজরের ওয়াক্ত থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। মামারা খুঁজছেন। মাইকিং করা হচ্ছে এলাকায়।

হিমি আরও বলেন, আগেও এরকম হয়েছে। দেখা গেছে অন্য আত্মীয়ের বাসায় চলে গেছেন। পরে খুঁজে পাওয়া গেছে। কিন্তু এবার আশেপাশে সম্ভাব্য জায়গাগুলো খোঁজ করা হয়েছে। কোথাও পাওয়া যায়নি। এখন থানায় জানাতে যাচ্ছে বাড়ি থেকে। আমিও ভাবলাম সামাজিক মাধ্যমে বিষয়টি জানাই। 

এদিকে হিমির সহকর্মীদের অনেকেই অভিনেত্রীর হারানো বিজ্ঞপ্তির পোস্ট শেয়ার করেছেন। শুভানুধ্যায়ীরাও দুঃখ প্রকাশের পাশাপাশি তার সুস্থাবস্থায় ফেরা কামনা করছেন। 

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD