শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

নবনির্বাচিত সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাল মিলন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১২:১১ pm

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সায়েদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির (রওশন পন্থী) কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এই ফুলেল শুভেচ্ছা জানান তিনি। গতকাল বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত মো: সায়েদুল ইসলাম।

এছাড়া এদিন নবনির্বাচিত কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আবুল বাশারকে ফুলেল শুভেচ্ছা জানান গোলাম সারোয়ার মিলন।

এ উপলক্ষ্যে গোলাম সারোয়ার মিলনের পৌর শহরের নিজ ভাসবভনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির (রওশন পন্থী) কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, যুগ্ম-সম্পাদক আবুল বাশার ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সায়েদুল ইসলাম। পরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সায়েদুল ইসলাম ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আবুল বাশারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় সাবেক পৌর মেয়র মীর মো: শাহাজাহান, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক আবুল বাশার, উজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শহিদুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি সালাহ উদ্দীন খোকা, বলধারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী মনসুর, তালেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: বশির উদ্দীন ও মিল্টন খন্দকারসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD