শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের অভিযাত্রা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৬ am

বিকেএসপির সঙ্গে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যাত্রা শুরু করেছে নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল। সেনাবাহিনী প্রধানের পরিকল্পনা ও উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে দলটি গঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।

এ খেলায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD