মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

নদীতে ভাসছিল সাবেক সেনা সদস্যের মরদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৩ am

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে সাবেক এক সেনা সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে মহসিন ভুট্টু (৪৭)। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে কেন বা কিভাবে তার মরদেহ নদীতে এসেছে, তা কেউ বলতে পারছেন না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বুধবার সকালে খবর পেয়ে নদীতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD